১। ইকুইটি কাকে বলে? ইকুইটির ক্রমবিকাশ আলোচনা করো।
২। কমন ল’ থাকা সত্ত্বেও ইকুইটির বিকাশ কেন প্রয়োজন হয়েছিল আলোচনা করো।
৩। কমন ল’-কে পরিপূরক করার জন্য ইকুইটির জন্ম হয়েছিল, কমন ল’-কে ধ্বংস করার জন্য নয়- আলোচনা করো।
৪। কমন ল’-র যে সমস্ত সীমাবদ্ধতা ইকুইটির উৎপত্তিতে ভূমিকা রেখেছে-তা আলোচনা করো।
৫। এয়োদশ থেকে উনবিংশ শতকে ইংল্যান্ডের বিচার ব্যবস্থার ইকুইটি যে ব্যপক পরিবর্তন সাধন করে তা আলোচনা করো।
৬। আধুনিক ইকুইটির জনক কে? ইকুইটির বিস্তারে তার অবদান আলোচনা করো।
৭। ইকুইটির মাক্সিম / মূলনীতি বলতে কি বুঝ? ইকুইটির মাক্সিম কয়টি ও কি কি?
৮। নিম্নবর্ণীত ২টি ইকুইটির মাক্সিম সম্পর্কে আলোচনা করো। (নীচে ৩টি মাক্সিম দেয়া থাকবে)