১। হিন্দু আইনের উৎস সমূহ আলোচনা করো। ফ্যাক্টম ভ্যালেট নীতি কি, ব্যাখ্যা করো। “হিন্দু আইনের সুপ্রমাণিত প্রথা শত গ্রন্থ থেকেও শক্তিশালী” -আলোচনা করো। (কালেক্টর অব মাদুরা বনাম মট্টরামা লিঙ্গম ,১৮৬৮-মামলা)
২। হিন্দু আইনের মতবাদসমূহ কি কি? প্রধান দুটি মতবাদের মধ্যে পার্থক্য দেখাও। “কোন হিন্দু পরিবার যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায় তখন সে তার সাথে করে তার ব্যক্তিগত আইনকে বহন করে নিয়ে যায়” -আলোচনা করো।
৩। দত্তকের উপাদান আলোচনা করো। একমাত্র পুত্রকে দত্তক নেয়া যায় কি? -আলোচনা করো। হিন্দু বিধবার দত্তক গ্রহন সংক্রান্ত ক্ষমতা মামলাসহ আলোচনা করো।
৪। হিন্দু বিবাহের উদ্দেশ্য কি কি ? একটি বৈধ হিন্দু বিবাহের অত্যাবশ্যকীয় উপাদান আলোচনা করো। হিন্দু বিবাহের প্রকারভেদ আলোচনা করো।
Recent Comments