সুনির্দিষ্ট প্রতিকার আইন বিষয়ে ২টি প্রশ্ন থেকে যেকোনো ১টি লিখতে হবে:
১।
(ক) সুনির্দিষ্ট প্রতিকার বলতে কি বুঝ? (সাথে ৯টি প্রতিকার নিয়ে আলোচনা করো)
(খ) সুনির্দিষ্ট প্রতিকার আইনের পরিসর, পরিধি ও আওতা আলোচনা করো। (দেওয়ানী প্রকৃতির আইন, দেওয়ানী প্রকৃতির মামলা-মোকদ্দমার ৭ ধারা অনুযায়ী)
(গ) সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতিগুলো আলোচনা করো।
(ঘ) এই আইনের প্রতিকারকে কেনো সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়?
(ঙ) ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় প্রতিকার প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয়, তা আলোচনা করো।
২।
(ক) ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখল উদ্ধারের পদ্ধতিগুলো / বিধি-বিধানগুলো আলোচনা করা। [৮ ও ৯ নং ধারা]
(খ) দখলের অধিকারী ব্যক্তি বলতে কি বুঝ?
(গ) আদালত কি ঘর ভাঙ্গার আদেশ প্রদানের মাধ্যমে দখল প্রদানের আদেশ দিতে পারে? এ ধরনের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? [৮ ধারার উচ্ছেদ অনুযায়ী]
(ঘ) ৮ ও ৯ ধারার মধ্যে পার্থক্য আলোচনা করো।
(ঙ) এই আইনের ৮ ও ৯ ধারায় বিধান কি পরস্পরের বিকল্প / পরিপূরক?
Recent Comments