ক। টর্ট বলতে কি বুঝ বা টর্ট কি ?
খ। কোন নীতির উপর ভিত্তি করে টর্ট আইন গড়ে উঠেছে?
গ। টর্টের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ। বাংলাদেশে টর্ট আইনের প্রয়োগ কতোখানি?
ঙ। টর্ট সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো বর্ণনা করো।
২। টর্টের সংজ্ঞা দাও। “আইনে নির্ধারিত কর্তব্যসমূহ লঙ্ঘন করিলে টর্টের দায়-দায়িত্ব সৃষ্টি হয়। এই কর্তব্য ব্যক্তি সাধারনের প্রতি এবং এই কর্তব্য লঙ্ঘন অনির্ধারিত ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারকে কি তুমি পূর্ণাঙ্ঘ সংজ্ঞা বলে মনে করো? -উদ্রিটির যথার্থতা নিরুপন করো।
৩। টীকা লিখঃ
ক। ট্রেসপাস / প্রথম হতে অনধিকার প্রবেশ
খ। সেচ্ছায় প্রদত্ত সম্মতি / ভলেন্টিয়া নন ফিট ইনজুরিয়া
গ। Damnum Sine Injuria, Injuria Sine Damno (দুটিতেই আলাদা আলাদা মামলা লিখতে হবে)
ঘ। মোটিভ, ম্যালিস, ইনটেনশন
ঙ। ম্যালফিজেন্স, মিসফিজেন্স, ননফিজেন্স
৪। পরার্থ দায়
Recent Comments