সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ইন্টারনেটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন তথ্যকে তার নিজের ডাটাবেসে সংরক্ষন করে এবং পরবর্তীতে সার্চ দেওয়া ওয়ার্ড বা কীওয়ার্ড এর উপর ভিত্তি করে ব্যবহারকারীর চাহিদা অনুসারে সার্চ রেজাল্ট হিসেবে ওয়েবসাইটে প্রদর্শন করে।
অন্যভাবে বলা যায়, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা নির্দিষ্ট সার্চিং কী-ওয়ার্ডের উপর ভিত্তি করে সার্চিং কী-ওয়ার্ড সম্বলিত একটি তালিকা তৈরি করে ওয়েবসাইটে প্রদর্শন করে, যেখানে যথেষ্টভাবে ঐ সার্চিং কী-ওয়ার্ডটির প্রতিফলন ঘটে।
অনলাইনে প্রচুর সার্চ ইঞ্জিন রয়েছে। জনপ্রিয়তার ভিত্তিতে নিচে কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলঃ
সার্চ ইঞ্জিন | জনপ্রিয়তা |
গুগল (www.google.com) | ৮২.৮০ % |
ইয়াহু (www.yahoo.com) | ৬.৪২ % |
বাইদু (www.baidu.com) | ৪.৮৯ % |
বিং (www.bing.com) | ৩.৯১ % |
আস্ক (www.ask.com) | ০.৫২ % |
এওল (www.aol.com/) | ০.৩৬ % |
অন্যান্য সার্চ ইঞ্জিন | ১.১ % |
Recent Comments